বিবেকহীন সত্তা
- সানজিদা আক্তার সুমি ২৯-০৪-২০২৪

আমি আজ এক পশুকে দেখেছি অবিকল মানুষের মত,
যে যৌতুকের জন্য স্ত্রীকে মেরে রক্তাক্ত করছিল
মেয়েটির আর্তচিৎকারে পুরো পৃথিবী কাঁপছিল;
কিন্তু আমি চুপ ছিলাম।

আমি আজ এক পশুকে দেখেছি অবিকল মানুষের মত,
সামান্য কিছু টাকার জন্য এক পথিককে কুপিয়ে মারল
সে মিনতি করে বলছিল আমার বাচ্চাদের কেউ নেই;
আমি তবুও চুপ ছিলাম।

আমি আজ এক পশুকে দেখেছি অবিকল মানুষের মত,
একটি রুটি চুরির দায়ে ছোট বাচ্চাকে খুব পেটাচ্ছিল
বাচ্চাটি কুঁকড়ে উঠে বলছিল সারাদিন কিচ্ছু খাইনি;
আমি তখনও চুপ ছিলাম।

আমি আজ এক পশুকে দেখেছি অবিকল মানুষের মত,
রাস্তায় একটি স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্ত করছিল
মেয়েটি লজ্জায়, অপমানে চোখের জল ফেলছিল;
আমি এবারও চুপ ছিলাম

আমি আজ এক পশুকে দেখেছি অবিকল মানুষের মত,
প্রতিবাদের দায়ে কলেজে এক ছাত্রকে পেটাচ্ছিল
সে বলছিল এখনো মায়ের সপ্ন পুরণ করা বাকি আছে;
আমি তারপরও চুপ ছিলাম।

আমি আজ নিজের মধ্যেই এক পশুকে দেখতে পেলাম
যে প্রতিবাদ না করেই নিজের ঘরে ফিরে এসেছিলো
যে সবকিছু দেখতে পেয়েও চুপ ছিল।

(২৫.০৫.২০)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

KobiHimel
২৭-০৫-২০২০ ১৯:৪৯ মিঃ

মুগ্ধ না হয়ে পারলাম না...

sanjidaakter565
২৭-০৫-২০২০ ১৮:০২ মিঃ

ধন্যবাদ জনাব

M2_mohi
২৭-০৫-২০২০ ১৩:২১ মিঃ

উপভোগ্য লেখা।  সুখময় হোক সাহিত্যে বিচরণ ।

SSDIPU
২৭-০৫-২০২০ ১১:৫১ মিঃ

Wow